ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেশবপুরে শিশুর মর্মান্তিক মৃত্যু

las

যশোরের কেশবপুরে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম সরদার (১৩) নামে এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে কেশবপুর ও উপজেলার মহাদেবপুর গ্রামের দক্ষিণ মাঠে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাহিদুল ঘুড়ি উড়ানোর সময় ঘুড়িটি স্থানীয় আমিনুর রহমানের সেচ মটরের সাইড লাইনের বৈদ্যুতিক তারে আটকে যায়। ঘুড়িটি ছাড়াতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম সরদার, মহাদেবপুর গ্রামের খোরশেদ সরদারের ছেলে। সে স্থানীয় একটি হেফজখানায় পড়াশোনা করত।

জাহিদুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে