চৌগাছার রামকৃষ্ণপুরে ১২০ পরিবারকে ইফতার সামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন

যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামে ১২০ পরিবারের ঘরে ইফতার সামগ্রী পৌছে দিয়েছে রামকৃষ্ণপুর কল্যাণ সমিতির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) কর্মহীন ও অসহায় মানুষের বাড়িতে ইফতার সামগ্রী পৌছে দেন সংগঠনের সদস্যরা।

করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মনোবল বৃদ্ধি করতে বাড়ি বাড়ি রমজান উপলক্ষে উপহার নিয়ে হাজির হন সংগঠনটির সদস্যবৃন্দ। তারা সাধারণ মানুষকে আতংকিত না হয়ে ঘরে থেকে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন। রামকৃষ্ণপুর উত্তরপাড়া থেকে ইফতার সামগ্রী সামগ্রী বিতরণ করা শুরু হয়। তারপর পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়াসহ গ্রামের চারটি পয়েন্ট থেকে ১২০ পরিবারের বাড়িতে এই সামগ্রী পৌছে দেয়া হয়।

গ্রামের তরুণ ও চাকরিজীবীদের আর্থিক সহযোগিতায় সংগঠনের আহবায়ক রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আশরাফুলের নেতৃত্বে বিতরণ কার্যক্রমে অংশ দেন সংগঠনের আইটি সম্পাদক আল জুবায়ের, অর্থ সম্পাদক উজ্জ্বল হোসেন, সদস্য শাহ আলম লাল্টু, রাফসান জনি, তানজির রহমান, মারুফ হোসেন, মাসুম রেজা, মফিজুর রহমান, রাসেল রানা, রাজ কুমার, রাজু আহমেদ, ইয়াসিন হোসেন প্রমুখ।