চলমান করোনা পরিস্থিতিতে যশোর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা সম্পাদক রাকিব হাসান শাওনের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নে বুধবার (২৯ এপ্রিল) ৩০০ কর্মহীন পরিবারের জন্য তিনি পিকআপে খাবার পাঠিয়েছেন।
এদিন সকালে শাওনের পক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার তামীম ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদারের হাতে খাবারের প্যাকেটগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ্জ্জুামান চিশতী, নারিকেলবাড়ীয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাগর হোসেন প্রমুখ।
এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে জানিয়ে ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার বলেন, সংকটময় মুহুর্তে শাওন যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তা ইউনিয়নের খেটে খাওয়া মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী দু-একদিনের মধ্যে খাবারগুলো প্রকৃত কর্মহীন পরিবারের দুয়ারে পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে মুঠোফোনে তরুণ সমাজসেবক রাকিব হাসান শাওন বলেন, বাঘারপাড়া উপজেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে তিনি তার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। যাতে খাবারের জন্য তাদের ঘরের বাইরে যাওয়া না লাগে। তার এ সহযোগিতায় হয়তো কিছুদিনের জন্য হলেও কর্মহীন ওই সব পরিবার উপকৃত হবেন। তিনি (শাওন) এ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, তার খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।