যশোরে যুবককে মারপিট, আটক ১

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে বাড়ি থেকে সাক্ষর (১৯) নামে এক যুবককে ডেকে নিয়ে মারপিট করে আহত করার অভিযোগে সবুজ গাজী (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই ঘটনায় সাক্ষরের পিতা রবিউল ইসলাম কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। সবুজ একই এলাকার মাহফুজ গাজীর ছেলে।

রবিউল ইসলাম দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, আসামি সবুজ গাজীর সাথে সাক্ষরের পূর্ব শত্রুতা ছিল। গত বুধবার রাত নয়টার দিকে সবুজ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আনসার ক্যাম্পের পিছনে আজম আলীর বাড়ির সামনের রাস্তার ওপর নিয়ে যায়। সেখানে নিয়ে সাক্ষরের মাথায় একটি লোহার রড দিয়ে আঘাত করে। এরপর সারা শরীরের পিটিয়ে জখম করে। সাক্ষরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সবুজ ফের হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে এবং হালকা গণপিটুনি দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে। এই ঘটনায় মামলা হলে পুলিশ সবুজকে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠয়েছে।