যশোরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

করোনা ভাইরাসের মধ্যেও যশোরে ফেনসিডিলের চালানসহ ধরা পড়েছে ইয়াকুব ওরফে সোহেল ওরফে বাবুল মোল্যা নামে এক যুবক।

আটক বাবুল মোল্যা নড়াইল জেলার সদর উপজেলার ফেদিবাজার গ্রামের দাউদ মোল্যার ছেলে।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই সুমারেশ কুমার সাহা শনিববার বিকেল সাড়ে ৫ টায় যশোর সদর উপজেলার আব্দুল্লাহপুর কলোনী পাড়া গ্রামস্থ চুড়ামনকাটি টু চৌগাছা রোড়ের বিপ্লব এর মুদী দোকানের সামনে থেকে তাকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে। সে চৌগাছা থেকে একটি ব্যাগে করে ফেনসিডিল নিয়ে নড়াইলের উদ্দেশ্যে শনিবার বিকেলে আসছিল বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে গ্রেফতার করার পর তার মোটরসাইকেলে ঝুলানো ব্যাগ তল্লাশী করে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াকুব ওরফে সোহেল ওরফে বাবুল মোল্যাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।