ছবি দক্ষিণ-পশ্চিমাঞ্চল যশোর কৃষকদের আর্থিক সচ্ছলতা টিকিয়ে রাখতে ক্ষেত থেকে সবজি ক্রয় অব্যাহত রেখেছে সেনাসদস্যরা ✍ প্রেস বিজ্ঞপ্তি ⌚ প্রকাশিত 09/05/2020 Facebook Twitter Pinterest WhatsApp Print প্রানঘাতী করোনার ছোবল হতে কৃষকদের আর্থিক সচ্ছলতা টিকিয়ে রাখতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ক্ষেত হতে বিভিন্ন ধরনের সবজি ক্রয় অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।