শার্শার বাগআঁচড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ১১ পিচ ইয়াবাসহ মশিয়ার রহমান (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের
পুলিশ।

আটক মশিয়ার শার্শা থানার পশ্চিমকোটা (রিফিউজি পাড়া) গ্রামের সিয়াদত মোড়লের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন জানান, ইয়াবা বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১১ পিচ ইয়াবা সহ মশিয়ারকে আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।