যশোরে একজন চিকিৎসকসহ নতুন করে আরো দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় আক্রান্ত হয়েছে ১৫৫জন।
নতুন করে আক্রান্ত দু’জনের মধ্যে একজন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক (৫৫)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়ের সহধর্মিনী। এছাড়া, অপরজন যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা পুরুষ (৭৫)।
নারী চিকিৎসক আক্রান্ত নিয়ে যশোর জেলায় সরকারী চিকিৎসক ১৬জন আক্রান্ত হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৮৫টি রিপোর্ট প্রেরণ করা হয়। তার মধ্যে যশোরের কেশবপুর উপজেলা এলাকা থেকে দেওয়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক (৫৫) ও অভয়নগর উপজেলার বাসিন্দা (৭৫) বয়সের এক পুরুষ। নতুন করে দু’জন আক্রান্ত নিয়ে যশোর জেলায় গত ১০ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ১শ’ ৫৫জন।
আরো জানাগেছে, সোমবার রাতে প্রেরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত রিপোর্টে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের মুক্তা (২) বছর বয়সের এক শিশুকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে দু’বার রিপোর্ট প্রেরণ করে একবার নমুনা রিপোর্ট পজিটিভ অপরদিকে নেগেটিভ হিসেবে অর্ন্তভূক্ত করায় মঙ্গলবার রিপোর্টে ১২ জনের স্থলে ১১জন বলে সিভিল সার্জন অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।
অপরদিকে, বুধবার যশোর জেলা থেকে ৭২টি স্যাম্পুল প্রেরণের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে।