যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত ইয়াকুব আলী (৫৫) শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
তিনি জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এর আগে যশোরের নওয়াপাড়ায় আমির হোসেন (৭৫) নামে একজন করোনায় মারা যান।
জেলা সিভিল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত যশোরে ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৯৯ জন। আক্রান্তদের মধ্যে একজন সংসদ সদস্য রয়েছেন। আছেন যশোর জেনারেল হসপিটালের তত্ত্বাবধায়ক। আর মারা গেছেন ২ জন।