যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামে মুক্তেশ্বরী বাইতুর রহমান জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহরুল ইসলাম মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় তার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করে শাহারুল ইসলাম বলেন, এদেশের মানুষ ধর্মপ্রাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মপ্রাণ মানুষের কথা চিন্তা করে সারা দেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ স্থাপন করেছেন। তিনিই প্রথম দেশের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিমদের আর্থিস সহায়তা দিয়েছেন। তার হাত দিয়ে আধুনকি ও মডেল বাংলাদেশ অগ্রসর হচ্ছে, আমরা তার জন্য দোয়া ও মঙ্গল কামনা করি। তিনি যাতে এ দেশের সকল ধর্মের মানুষের ধর্মচর্চার সুযোগ দিতে পারেন।