যশোরে নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত

করোনা ভাইরাসে যশোরে নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোরে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ২শ’ ১৬জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০১জন।

আক্রান্তের মধ্যে যশোরের অভয়নগর উপজেলায় ১৩জন ও ১জন কেশবপুরে। যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, রোববার ১৪ জুন যশোর জেলা থেকে রেকর্ড পরিমান নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলার ৮টি উপজেলা ও যশোর শহরসহ ১৮৫ জনের মধ্যে ১শ’ ৬৯জন নতুন ও ১৬টি ফলোআপ নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।