৪ ঘণ্টা মৌমাছি দিয়ে মুখমণ্ডল ঢেকে বিশ্বরেকর্ড

মৌমাছি দেখলেই অধিকাংশ মানুষ ভয়ে তটস্থ হয়ে যান। কিন্তু হাজার হাজার মৌমাছি শরীরে বসলেও ভয় পান না ভারতের কেরালার এক যুবক, নাম নেচার এমএস। উল্টো হাজার হাজার মৌমাছির পাল দিয়ে শরীর ঢেকে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মাথায় ও মুখে ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ডস মৌমাছি নিয়ে বসে থেকে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ৩ ঘণ্টার।

এর আগেও মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। অনায়াসে ৬০ হাজার মৌমাছিকে মাথায় ও মুখে বসিয়ে রাখতে পারে নেচার এমএস।

নেচারের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপ্ত মধু চাষী। এমএস বলেন, মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই।