করোনাভাইরাস: সাতক্ষীরা মেডিকেলে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টা ও সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা মারা যান বলে হাসপাতালের চিকিৎসক ভবতোষ কুমার মণ্ডল জানান।

তিনি বলেন, গত ১০ ও ১৪ জুলাই জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আসার পর এই দুইজনকে ভর্তি করা হয়। তাদের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হলেও এখনও পরীক্ষার প্রতিবেদন আসেনি।

এই দুইজনের একজনের বাড়ি সাতক্ষীরা শহরের কামালনগরে আর অন্যজনের বাড়ি জেলার দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে। তাদের একজন নারী আর অন্যজন পুরুষ। নারীর বয়স ৪৫ বছর। পুরুষের বয়স ৮০ বছর।

চিকিৎসক ভবতোষ জানান, এ দুইজনকে নিয়ে সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৭ জন, যাদের পরীক্ষা প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।