যশোরে বাসের ধাক্কায় পিতা-পুত্র হতাহতের ঘটনায় মামলা

যশোর-মাগুরা সড়কের হাশিমপুর সুলাকুড়ি গ্রামে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র হতাহতের ঘটনায় বুধবার ৫ আগস্ট কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে।

বাঘারপাড়ার দাঁতপুর গ্রামের সুমন বিশ্বাস (২৩) কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার পিতা তৈয়ব আলী বিশ্বাস (৫৫) ও বড় ভাই সুজন (২৮) একটি মোটরসাইকেলে করে মঙ্গলবার সকালে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সুলাকুড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে পৌছালে মাগুরা গামী এসপি গোল্ডেন লাইনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৫-২৯৮১) মোটরসাইকেলটিতে স্বজরে ধাক্কা দেয়। সাথে সাথে পাশে ছিটকে পড়ে মোটরসাইকেলসহ তার পিতা ও বড় ভাই। তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্ত্যবরত চিকিৎসক তার পিতা তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন। তার বড় ভাই সুজন হাসপাতালে চিকিৎসাধীন। পরে সংবাদ পেয়ে বারোবাজার হাইওয়ে পুলিশে ঘটনাস্থলে পৌছে বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে যায়।