যশোর চুড়ামনকাটিতে নসিমন-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহতের ঘটনায় মামলা

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদরের চুড়ামনকাটি ব্র্যাক অফিসের কাছে নছিমন ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে শিশু নাইম (৫ মাস) নিহত ও কমবেশী ৪ জন আহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত ও আহতের স্বজন বীর মুক্তিযোদ্ধা সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ৩০ অক্টোবর বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলায় অজ্ঞাতনামা রেজিষ্ট্রেশন নাম্বারের প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালকে আসামী করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মামলায় বলেছেন, তার পরিবারের সদস্য ৩০ অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় বারোবাজার এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিতে নসিমন যোগে যাচ্ছিল। বেলা পৌনে ১ টায় নসিমনটি ওই সড়কের চুড়ামনকাটি ব্রাক অফিসের সন্নিকটে নতুন মসজিদের পাশে পৌঁছুলে হঠাৎ যশোর গামী বেপরোয়া গতিসম্পন্ন একটি প্রাইভেটকার নসিমনটিকে মুখোমুখী আঘাত করে। এতে নসিমনটি উল্টে যায়। প্রাইভেটকারটি দ্রুত যশোরের দিকে চলে যায়। নসিমনে থাকা যাত্রী আব্দুস সাত্তার (৫৯), নাসরিন বেগম (৪৫), ইতি খাতুন (২২), রফিন (৩০) ও শিশু নাইম (৫ মাস) গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করলে নাইম মারা যায়।