যশোরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে চাঁচড়া ডালমিল এলাকার আব্দুল মজিদের ছেলে মনিরুল ইসলাম (২২) ও শংকরপুর বটতলা মেডিকেল কলেজ সড়কের তোতা মিয়ার ছেলে মেহেদি হাসান রনি (২০)।

কোতয়ালি থানার এস আই হারুনর রশিদ জানান, তিনি গোপনে খবর পান চাঁচড়া ডালমিল এলাকায় আকিজ ভবনের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ি মাদক দ্রব্য ইয়াবা বিক্রি করছে। এখবরের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) সকালে সেখানে অভিযান চালান। পুলিশি উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

এস আই হারুনর রশিদ বলেন, পালানোর কারণ জানতে চাইলে আটক আসামি মনিরুল তার কাছে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। তার দেহ তল্লাসি করে প্যান্টের পকেট থেকে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক শাহিন পারভেজ জানান, রোববার (৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকরপুর বটতলা মেডিকেল কলেজ সড়ক থেকে মেহেদি হাসান রনিকে গাঁজাসহ আটক করা হয়। শাহিন আরো জানান, রনির ডান হাতে থাকা বাজারের একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় দুটি মামলা হয়েছে।