আজারবাইজানে সেনা মোতায়েনে অনুমতি তুর্কি পার্লামেন্টের

আজারবাইজানে সেনা মোতায়েন নিয়ে সরকারের পরিকল্পনায় অনুমতি দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। মঙ্গলবার সংসদে মোসন উত্থাপন করা হলে এটি সর্বাধিক ভোটে পাস হয়। তবে এই প্রস্তাবের বিরুদ্ধেও ভোট পড়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু জানিয়েছে, ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এর সমর্থনে ভোট দেয়। পাশাপাশি অন্য দুই বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এবং দ্য গুড পার্টির সদস্যরাও এতে সমর্থন দেন।

অন্যদিকে পিপলস ডেমোক্র্যাট পার্টি কারাবাখে তুর্কি সেনা এক বছর থাকবে এমন প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। গত ১০ নভেম্বর রাশিয়ার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে কারাবাখে আগামী ৫ বছর রাশিয়ার সেনা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে। এতে মস্কোর ১৯৬০ সেনা আপার কারাবাখে দায়িত্ব পালন করবে।

এদিকে তুরস্কের নেতারা যুদ্ধবিরতি চুক্তিকে আজারবাইজানের বড় জয় উল্লেখ করে স্বাগত জানিয়েছে।

এর আগে কারাবাখ শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পর্যবেক্ষণের জন্য তুরস্ক ও রাশিয়ার সঙ্গে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।