যশোরে পৃৃৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

যশোরে পৃৃৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে৷

সোমবার বিকালে শার্শায় উপজেলায় ও যশোর শহরে দুঘটনা দুটি ঘটে৷

নিহতরা হলেন শার্শার খামারপাড়া লক্ষণপুর গ্রামের ইমাম হোসেন কটার স্ত্রী জোহরা খাতুন (৫০) ও যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকার হানিফ মোল্যার ছেলে ছামিউল (৫)৷ নিহত দুজনের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান, বালিভর্তি ট্রাকটি ঘোরানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জোহরা খাতুন মারাত্মক আহত হন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে। ঘাতক ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট-২০–৯২০১। ড্রাইভারকে আটক করা হয়েছে।

অন্যদিকে, বসত ঘরের দেয়াল চাপা পড়ে সামিউল (৫) নামে এক শিশু নিহত হয়েছে৷ সোমবার বিকালে নিজ বাড়িতে দুঘটনাটি ঘটে৷ নিহতের চাচি রাজিয়া সুলতানা জানান, সোমবার বিকালে নিহত শিশু সামিউলসহ কয়েক শিশু বাড়ির ভিতর খেলা করছিলো৷ এসময় দৌড়াদৌড়ীতে দেয়াল পড়ে যায়৷ দেয়াল পড়ে গুরুতর আহত হয় সামিউল৷ চিকিৎসাধিন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারী বিভাগে সামিউলের মৃৃৃৃত্যু হয়৷ কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷