যশোরে মাদক রাখার অভিযোগে দেবর-ভাবির বিরুদ্ধে মামলা, ভাবি আটক

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এক অভিযানে ৪শ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিলসহ সালেহা বেগম (৩৮) এক নারীকে আটক করেছে। এই ঘটনায় দুইজনে নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শনিবার (১৭ এপ্রিল) রাতে মামলা করেন। ঘটনাটি যশোর সদর উপজেলার বোলপুর গ্রামে।

যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ক সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোলপুর মধ্যপাড়ার সালেহা বেগমের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে চারশ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সালেহা ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। অভিযানের সংবাদ টের পেয়ে ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যায় জাকির হোসেন (৩৮) নামে এক যুবক। জাকির ও সালেহা সম্পর্কে দেবর-ভাবি। জাকির ওই গ্রামের মৃত জহির আলীর ছেলে। তারা দুইজনে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে মাদক দ্রব্য কেনাবেচা করে আসছিল।