ঝিনাইদহের বিষয়খালী বাজারে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর আজকের এইদিনে বিশ্বকর্মা পূজা পালন করে থাকে তারি অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের সেলুন ব্যবসায়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বিশ্বাস এর আয়োজনে আজ শুক্রবার সকালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান সঞ্জয় সেলুনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লখ্য,ঝিনাইদহ জেলার ৬ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ জেলা শহরের বিভিন্ন স্হানে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা পূজা এলেই বাঙালির মনে হয় দরজায় কড়া নাড়ছে দূর্গাপূজোৎসব।

শুরু হয়েছে দূর্গা পূজার কাউন্টডাউন। পঞ্জিকা মতে বাংলা ভাদ্র মাসের শেষ দিন এ পূজা অনুষ্ঠিত হয়। ভোর থেকেই শুরু দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা।

অস্ত্র ও নির্মাণের দেবতা বিশ্বকর্মা।তারা মনে করেন এই পূজার মাধ্যমে তাদের ব্যবসায়িক শিল্পী কলকারখানাসহ রোজগারের সাফলতা অর্জিত হয়।সারা বছর সুখে শান্তিতে থাকতে পারে, সকল কর্ম সম্পাদন কারিরা পূজা পালন করে থাকে।

পূজায় উলুধ্বনি, শংঙ্ক বজিয়ে ভক্তদের সাড়া জাগানো হয় ।সাথে রয়েছে বাহারি প্রসাদ লেবু,কলা, আঁখ, আপেল,পিয়ারা,খেরাই, বরপি, সুজির খির,লুচি,খেজুর মিষ্টি, কলা,বাতাসা দিয়ে পূজা পালন করেছে। ড্রাইভার পল্লব কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষয়খালী বাজার পূজা মন্দিরের সাবেক সভাপতি বিকাশ কুমার ঘোষ,ডাক্তার রাম প্রশাদ মুখার্জি ,প্রদীপ ঘোষ,আশু ঘোষ,চয়ন কুমার,সনঞ্জিতা বিশ্বাস,সুব্রত বিশ্বাস।

পূজায় পুরোহিত ছিলেন স্বপন কুমার চক্রবর্তী, সহকারী ছিলেন দীপিকা রাণী ঘোষ, সঞ্জয় সেলুনের সহযোগী সদস্য প্রকাশ কুমার, কিংকর বিশ্বাস ,শরজিৎ সহ বিভিন্ন ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন