অপরাজনীতির আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরাই গড়বো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ এর উদ্যোগে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে একথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত যুবলীগের নেতাকর্মীদেরকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে শপথ বাক্য পাঠ করান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা রূপে গড়ে তুলতে, বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে শত প্রতিকূলতা সত্ত্বেও দিনরাত কাজ করে যাচ্ছেন।

প্রিয় নেত্রীর সেই অদম্য অগ্রযাত্রায় যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে সমাজের জঞ্জাল সরিয়ে আদর্শিক সহযাত্রী হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে যুবলীগ নানাবিধ মানবিক কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় আজকের এই পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে আগে নাগরিক হিসেবে নিজেকে বদলাতে হবে।

বাসযোগ্য পরিচ্ছন্ন পরিবেশ গড়তে হলে সরকারী উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, গোষ্ঠী সবাইকে ঐক্যবদ্ধভাবে আশেপাশের ঘড়বাড়ি, এলাকার ময়লা-আবর্জনা পরিস্কার করতে হবে।

এখন ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে; ব্যক্তিক ও সামষ্টিকভাবে মানুষকে সচেতন করতে হবে। আশেপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা সরিয়ে ফেলতে হবে।

আর আমাদের সমাজে আরেক ধরণের আবর্জনা আছে। যারা ঘুষ গ্রহণ করে, অনৈতিক কাজ করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অপপ্রচার-গুজব সন্ত্রাস চালায়-সেইসব আবর্জনা পরিস্কারে যুবলীগকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে অপরাজনীতির আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরাই গড়বো।

যুবলীগের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সঞ্চালক, যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগের আজকের এই প্রতীকী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আমাদের একটাই বার্তা।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অগ্রগতির বাংলাদেশকে আরও এগিয়ে নিতে, দেশকে পরিচ্ছন্ন করতে যুবলীগকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুবলীগের এমন মহতী উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়–ক-এটাই আমাদের প্রত্যাশা। কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের উদ্যোগে আয়োজিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন বিডি ক্লিন।