আজ নুসরাত ফারিয়ার জন্য দারুণ এক আনন্দের দিন। কারণ আজকের দিনে ফারিয়া হয়ে উঠলেন আইন জীবী। দীর্ঘ চার বছরের পরিশ্রম স্বার্থক হয়েছে তার। শেষ হয়েছে চার বছরের শিক্ষা জীবন।
ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন শেষ করলেন নুসরাত ফারিয়া। মঙ্গলবার ফারিয়া নিজেই নিশ্চিত করলেন তার গ্রাজুয়েশন সম্পন্ন করার খবর।
ফারিয়া বলেন, আজ আমার জন্য খুবই আনন্দের দিন। অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি।
এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।
কাজের পাশাপশি পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্যই মনে করেন ঢাকাই ছবির এ নায়িকা। তবে সবার সহযোগিতা আর নিজের চেষ্টায় এ কষ্টসাধ্য কাজটি পাঠ চুকিয়েছেন ফারিয়া।
সম্প্রতি বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ ছবিতে শেখ হাসিনা চরিত্রে নিজের কাজ শেষ করেছেন ফারিয়া। নিজের শুটিং পার্ট শেষ করে ফারিয়া বলেন, শেখ হাসিনা চরিত্রটি আমি সারা জীবন লালন করব। আমার জীবনের অন্যরম এক জার্নি ছিলো এটা।