গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনজট কমাতে মে’ দিবস, শব-ই-কদর, জুমু‘আ-তুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি বহাল রেখে আগামী ২৭ এপ্রিল থেকে ০৭ মে পর্যন্ত মোট ১১দিন ক্লাস ছুটি নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বছরে নির্ধারিত ৪০ দিনের ছুটির মধ্যে বাকি ২৯ দিনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।