ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন।
জো বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে তাদের চরম মূল্য পরিশোধ করতে হবে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি গোয়েন্দা তথ্যের কথা বলছি না। কিন্তু তারা (রাশিয়া) যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পূর্বে রাশিয়ার বিরুদ্ধে দেশটির দুই বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি, সের্গেই এবং ইউলিয়া স্ক্রিপলের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে।
সূত্র: সিএনএন