শুধু আনন্দ করার জন্য ইউক্রেনীয়দের হত্যা: জেলেনস্কি

শুধু আনন্দ করার জন্য ইউক্রেনীয়দের হত্যা ও নির্যাতন করেছে রুশ সেনারা মন্তব্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর দেশটির বেসামরিক মানুষদের ওপর চালানো হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সংঘটিত সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধ।

স্থানীয় সময় মঙ্গলবার ৫ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হন জেলেনস্কি।

এসময় তিনি বলেন, যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে। যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ বিচার অনুষ্ঠিত হয়েছিল এখনও সেরকম একটি ট্রাইব্যুনাল করতে হবে।

একজন দোভাষীর মাধ্যমে দেয়া এ ভাষণে জেলেনস্কি বলেন, বুচা শহরে এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। তিনি দাবি করেন, মানুষকে রাস্তায়, বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে এবং শুধু আনন্দ পেতে কুয়ার মধ্যে ছুড়ে ফেলা হয়েছে। রাস্তার মাঝখানে ট্যাংক দিয়ে চাপা দেওয়া হয়েছে।

এ সময় জেলেনস্কি একটি ছোট ভিডিও দেখান। ভিডিওতে ইউক্রেনের বুচা, ইরপিন, মারিউপোলসহ কয়েকটি শহরে রুশ সেনাদের ধ্বংসযজ্ঞের প্রমাণ উপস্থাপন করেন তিনি।

এদিকে রুশ সেনারা অভিযান চালিয়ে বুচা শহরের ৩ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি।

বুচা ছাড়াও রাশিয়ার কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া অন্যান্য শহরে আরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) প্রথমবারের মতো বিধ্বস্ত বুচা শহর পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি দাবি করেন, শহরটিতে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে। নিরীহ মানুষদের হত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৩০ মার্চ বুচা শহর ত্যাগ করে রুশ সেনারা। পরে শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের সেনাবাহিনী। সে সময় স্থানীয় মেয়র বারবার তার বক্তব্যে বলেন, শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবে শহরটি। অথচ এর কিছুদিন পর ইউক্রেনের সেনারা জানায়, সেখানে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা।