রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনে ট্যাংক ও সাঁজোয়া যান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে পাঠানো ট্যাংক ও সাঁজোয়া যানগুলো সোভিয়েত যুগে তৈরি। সেখানে রয়েছে টি-৭২ ট্যাংক ও বিভিপি-১ সাঁজোয়া যান।
চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী জানা চেরনোচোভা দেশটির পার্লামেন্টে বলেন, ইউক্রেনে সহযোগিতা পাঠানোর বিষয়টি বিস্তারিত আকারে ব্যাখ্যা করতে রাজি নন তিনি। আবার বিষয়টি অস্বীকারও করছেন না।
তিনি বলেন, আমি শুধু আপনাদের আশ্বস্ত করতে চাই, চেক প্রজাতন্ত্র সাধ্যমতো ইউক্রেনকে সহযোগিতা করছে। হালকা ও ভারী দুই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহের মধ্য দিয়ে এ সহযোগিতা অব্যাহত থাকবে।