ইলন মাস্ককে শ্রীলঙ্কা কিনে নেয়ার অনুরোধ

টুইটার নয়; অর্থনৈতিক মন্দায় অচলপ্রায় শ্রীলঙ্কা কিনে নিতে পরামর্শ দেয়া হচ্ছে বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ককে। অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে এমন পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা। কেউ কৌতুক করছেন, কেউ সমালোচনা। বলা হচ্ছে, মাস্ক চাইলে একাই শ্রীলঙ্কার সব ঋণ শোধ করে দিতে পারেন।

ইলন মাস্ককে উদ্দেশ্য করে ভারতের শীর্ষ ই-কমার্স স্ন্যাপডিল সিইও কুনাল বাহল টুইট করেছেন, ইলন মাস্ক টুইটার কিনতে চান ৪ হাজার ৩০০ কোটি ডলারে। শ্রীলঙ্কার ঋণ ৪ হাজার ৫০০ কোটি ডলার। তিনি দেশটি কিনে নিতে পারেন আর নিজেকে ‘সিলন মাস্ক’ বলতে পারেন (সিলন শ্রীলঙ্কার পূর্বনাম)।

টুইটার কেনার বদলে শ্রীলঙ্কাকে কিনে নিতে ইলন মাস্কের টুইটে রিটুইট করে মাসুদ জাহিদ নামে কলম্বোর এক বাসিন্দা লিখেছেন, ‘আপনি এর (টুইটার) বদলে শ্রীলঙ্কা কিনতে পারেন? আমরা এই মুহূর্তে ৪ হাজার ৩০০ কোটি ডলার দিয়ে চালিয়ে নিতে পারবো’।

তবে কেউ কেউ এ ধরনের পরিস্থিতিতে মোটেও খুশি নন। তাদের মতে, মাত্র একজন ব্যক্তি একটি দেশের সব ঋণ পরিশোধ করে দেওয়ার মতো ক্ষমতাবান হওয়া সম্পদ পুঞ্জিভূতকরণের প্রমাণ এবং এটি মোটেও শুভ নয়।