মৌসুমীকে বিরক্ত জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ

অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে জায়েদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমীর স্বামী ওমর সানী।

গত শুক্রবার (১০ জুন) রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় জায়েদকে চড় মারেন সানী। এই সময় ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ খান।

চড়-পিস্তলকাণ্ড নিয়ে তাদের বক্তব্যচড়-পিস্তলকাণ্ড নিয়ে তাদের বক্তব্য

এ ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে রবিবার (১২ জুন) রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানী।

ওমর সানী বলেন, ‘আমি সব সময় আমার যেকোনো সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নেই। তারা যা বলেন সেভাবে সবাইকে জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’