যশোরে র‌্যাবের হাতে চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

যশোর ঝিকরগাছা কায়েমকোলায় ইলেকট্রনিক্স ও স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত টাকাসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছেন র‌্যাব যশোরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা ও একটি নতুন ইজিবাইক উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে যশোর র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ২৩ জুন ঝিকরগাছা কায়েমকোলা বাজারের প্যারেন্টস সুপার মার্কেটের জিয়া ইলেকট্রনিক্স ও মুসলিম জুয়েলার্স থেকে টাকা চুরি হয়। পরবর্তীতে দোকানের মালিক জিয়াউর রহমান চুরির ঘটনায় ঝিকরগাছা থানায় জিডিসহ র‌্যাবের কাছে অভিযোগ করেন। তারপর থেকেই র‌্যাবের চৌকস একটি দল অভিযানে নামে।

যশোর শহরের ধর্মতলা এলাকায় অভিযান পরিচালনা করে আল-আমিন নামে এক চোরকে আটক হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে আব্দুল কাদের ও রাজু মোল্লা নামে আরও দুই জন চোরকে আটক করা হয়। পরবর্তীতে আসামীদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।