যশোরে এক কিশোরী (১৪) কে প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সাগর হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।ভূক্তভুগি কিশোরীটি বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন যার (রেজিঃ নং ৪৪১২১/৭৯)।
গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে এঘটনা ঘটে।
সাগর হোসেন বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা, মায়ের নাম শেফালি।
ভূক্তভুগি কিশোরী সাংবাদিকদের জানায়, ফেসবুকে সাগরের সাথে আমার পরিচয়। প্রায়ই সময় আমাকে দেখা করতে বলত। আমি রাজি হতাম না। গতকাল রাতে আমাকে দেখা করতে বাধ্য করে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর মাঠের মধ্যে নিয়ে আমাকে ধর্ষণ করে।
কিশোরীর মা জানান, মেয়ের যৌনাঙ্গ থেকে বিলিডিং বন্ধ হচ্ছে না। সেই কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, সেস্কচ্যুাল এস্যাল্ট হিসাবে চৌদ্দ বছরের কিশোরীকে চিকিৎসার জন্য ভর্তি করে গায়নি ওয়ার্ডে পাঠিয়েছি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, কিশোরীর শরীর থেকে নমুনা নেয়া হবে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানানো হবে।
যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত বসু বলেন, ঘটনার সাথে জড়িত সাগরকে আটকের জন্য পুলিশ অভিযানে আছে।