আজ সোমবার বিকেলে যশোরের বেনাপোল পোর্ট এলাকার হোটেল সানরুপে ডা.মনজুর মোর্শেদ (নগর মাতৃশোধন, এলজিআরডি মন্ত্রণালয়)নামক এক সাবেক ডাক্তার খাবার খেতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে (নাভারণ) ভর্তি করে।তার অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যু ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।