যশোরে বার্মিজ চাকুসহ এক যুবক আটক

যশোরে বার্মিজ চাকুসহ কামরান হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ। আটক কামরান হোসেন পূর্ববারান্দীপাড়া বউ বাজার এলাকার জাহাঙ্গীর আলম পল্টুর ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সিভিল কোর্ট মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় একই এলাকার ইসমাইল হোসেন (২০) নামে আরেক যুবক পালিয়ে যায়। সেও একই এলাকার বাসিন্দা।

এএসআই মেহেদী হাসান জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিভিল কোর্ট এলাকায় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন ও অপরাধ মুলক কর্মকান্ডে লিপ্তের পরিকল্পনা করছেন। এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এমন খবরের প্রেক্ষিতে তিনি সেখানে অভিযান চালিয়ে কামরানকে আটক করেন। এসময় পালিয়ে যায় ইসমাইলসহ আরো কয়েকজন। পরে কামরানের দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।