বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন (২০২২-২০২৫) মেয়াদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন অ্যাডভোকেট ইমরুল কায়েস খান। বাংলাদেশের আয়কর আইনজীবীদের প্রধান সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন।
এবার প্রথম বারের মতো ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন ২০২২-২৩ এর কার্যনিবার্হী সদস্য অ্যাডভোকেট ইমরুল কায়েস খান বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন ২০২২-২০২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হলেন।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ইমরুল কায়েস খান বর্তমানে আইন পেশার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংঘটন এর সাথে জড়িত।
তিনি বর্তমানে দক্ষিণবঙ্গ আয়কর আইনজীবী সমিতির আইন সম্পাদক, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যনিবাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী আয়কর আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এবং বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি।
অ্যাডভোকেট ইমরুল কায়েস খান বলেন, আমাকে বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন এ কার্জনির্বাহী সদস্য নির্বাচিত করায় সকল কাউন্সিলর এবং ভোটার সহ মনোনয়ন বোর্ডের সকল সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। আমি সর্বদা সততার সাথে এই দায়িত্ব পালন করে যেতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।