ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝিনাইদহে কলাক্ষেত ও ধানের ক্ষতি হয়েছে। ধানের ক্ষতি কিছুটা কম হলেও কলাগাছের ব্যপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সদর ও শৈলকুপা উপজেলা ক্ষতির পরিমাণ বেশি।
তবে ক্ষতির পরিমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখনও জানাতে পারেনি।
কৃষকরা জানায়, ঘুর্ণিঝড়ের প্রভাবে গত রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়। সাথে হালকা ঝড়ো হাওয়ার কারণে ক্ষেতের কলাগাছ মাটিতে ভেঙ্গে পড়েছে। সেই সাথে শীষভরা ধানও মাটিতে লুটিয়ে পড়েছে। ধানের ক্ষতি কম হলেও কলাক্ষেত নস্ট হওয়ায় এবার উৎপাদন নিয়ে চিন্তিত তারা।