ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে শিশুসহ আটক-৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে শিশুসহ ৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।বুধবার সকালে উপজেলার মাটিলা সীমান্তের লেবুতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এমন খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। সেময় লেবুতলা গ্রামের মোড় থেকে ৫ জন পুরুষ ও ১ শিশুকে আটক করা হয়। তাদের বাড়ি যশোর, নড়াইল, পিরোজপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।