২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে শেখ হাসিনার জনসভা

আগামী ২৪ নভেম্বর যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে যশোর জেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভাটি যশোর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজন করা হলেও এটি বৃহত্তর যশোর অঞ্চলের আওয়ামী লীগের জনসভা বলে দলটির নেতারা দাবি করেছেন। সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে দলটির এক জনাকীর্ণ বিশেষ বর্ধিত সভায় বক্তৃতাকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এমপি, এস এম কামাল হোসেন, শেখ তন্ময় এম.পি। এসময় অন্যন্য নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, মাগুরা-২ আসনের এমপি বীরেণ শিকদার ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ডা. নাসির উদ্দিন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

বর্ধিত সভা থেকে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মাঝে গণজাগরন সৃষ্টি করার জন্য জনসভা সফলে সভা সমাবেশ করার আহবান জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য জনসভা সফল করার লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হলেও সভাটি মূলত কর্মী সভায় রূপ নেয়। সভায় খুলনা বিভাগের ১০ জেলার সভাপতি/সাধারণ সম্পাদকসহ যশোর জেলার সকল থানা এলাকার নেতা ও এমপিদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো বেশি। যেকারণে বর্ধিত সভাটি কর্মীসভায় রূপ নেয়।