জেইউজের পাঁচ ইউনিটের কমিটি অনুমোদন

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নির্বাহী কমিটির সভা সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত পাঁচটি ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে দুইজন সদস্যের সদস্য পদ পুনঃবহাল, সাতজন সদস্যের সদস্য পদ স্থগিত এবং একজনের সদস্য পদ বাতিল করা হয়েছে। আর নতুন সদস্য পদে আবেদনকারীদের মধ্যে পাঁচজনের নাম বাছাই করে জেইউজের নোটিশ বোর্ডে সাতদিনের জন্য টাঙিয়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে কোন মতামত থাকলে সদস্যদের লিখিতভাবে জানানোর অনুরোধ করেছেন নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচআর তুহিন। উপস্থিত ছিলেন সহসভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ, সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন।
সভায় লাবুয়াল হক রিপনকে ইউনিট চিফ ও ইমরান হোসেন পিংকুকে ডেপুটি ইউনিট চিফ করে দৈনিক সমাজের কথায় ৯ সদস্য বিশিষ্ট ইউনিটের অনুমোদন দেয়া হয়েছে।

আর বিল্লাল হোসেনকে ইউনিট চিফ ও মিরাজুল কবীর টিটোকে ডেপুটি ইউনিট চিফ করে অনুমোদন দেয়া হয়েছে ৯ সদস্য বিশিষ্ট দৈনিক স্পন্দন ইউনিটের। নুর ইমাম বাবুলকে ইউনিট চিফ ও মিনা বিশ^াসকে ডেপুটি ইউনিট চিফ করে ৮সদস্য বিশিষ্ট দৈনিক গ্রামের কাগজ ইউনিটের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আবদুল কাদেরকে ইউনিট চিফ ও সুনীল ঘোষকে ডেপুটি ইউনিট চিফ করে ৯ সদস্য বিশিষ্ট দৈনিক কল্যাণ ইউনিটের অনুমোদন দেয়া হয়েছে।
অন্যদিকে রাহুল রায়কে ইউনিট চিফ ও রিপন হোসেনকে ডেপুটি ইউনিট চিফ করে ২১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি ইউনিটের অনুমোদন দেয়া হয়েছে। আর সরাসরি (প্রতিষ্ঠান) হিসেবে সদস্য রয়েছেন আরো ৭ জন।

এদিকে, আবেদনের প্রেক্ষিতে রতন সরকার ও সুজয় ঘোষ’র সদস্য পদে পুনঃবহাল এবং সরকারি চাকরিতে যুক্ত হওয়ায় আসাদুজ্জামান আসাদের সদস্য পদ বাতিল করা হয়েছে। দীর্ঘদিন যশোরে কর্মরত না থাকায় এবং সাংবাদিকতা পেশায় না থাকায় সাতজনের সদস্য পদ স্থগিত করা হয়। তাদের কর্মস্থল যশোর ও সাংবাদিকতা পেশায় ফিরলে আবেদনের প্রেক্ষিতে সদস্য পদ পুনঃবহাল করবে জেইউজে।