যশোর ২৫০ অধ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগের দায়িত্ব রত সিনিয়র স্টাফ নার্স লিলুফার ইয়াসমিন এ প্রতিবাদে কে জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কয়েকজন লোক হাসপাতালের ভর্তির টিকিট বিহীন শিশু ওয়ার্ডে নবজাতককে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য পৌঁছায়। চিকিৎসা পত্র অর্থাৎ ভর্তি টিকিট নিয়ে না যাওয়াই সেবিকারা ওই সকল লোকদেরকে বলে জরুরী বিভাগ থেকে ভর্তির টিকিট নিয়ে আসেন। নবজাতকের সাথে আসা পুরুষ এবং মহিলারা ভর্তি টিকিট নিয়ে নিচে আসার পর তারা আর ফেরত যাই নাই, এরপর বিকাল তিনটার দিকে একটা মহিলা একটি কম্বল নিয়ে বাচ্চাটির গায়ে দিয়ে আসে, তাকেও আর খুঁজে পাওয়া যায়নি বাচ্চাটি এখন হাসপাতালে শিশু বিভাগের সেবিকাদের তত্ত্বাবধানে আছে সেবিকারা বাচ্চাটি সম্বন্ধে হাসপাতালে ডিউটিতে থাকা পুলিশকে জানানোর চেষ্টা করে সন্ধ্যা সাতটার দিকে এ সময় বিষয়টি জানাজানি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ সারাদিন ব্যস্ত ছিলাম যার কারণে এ বিষয়ে আমার জানা নেই তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এ ব্যাপারে জানবার জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।