যশোরে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪৬ বোতর ফেনসিডিলসহ দুই মাদক বিক্রতাকে আটক করে। আটককৃতরা হলো গোপাল গঞ্জ জেলার মকছেদপুর উপজেলার লখেরচর গ্রামের ইউনুস মুন্সির ছেলে কামরুল আসলাম (৩৪) ও উপশহর জি ব্লকের ৭ নং সেক্টরের মৃত রুহুল আমিনের ছেলে রেজাউল আমিন (৪০)।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, রোববার তারা গোপনে সংবাদ পান শহরের মোল্লাপাড়া বাঁশতলা রোড লিলি নীড় বিল্ডংয়ের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ি ইজিবাইকে মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে এস আই আমিরুল ইসলামের নেতৃত্বে অফিসাসৃ ফোর্সসহ সেখানে অবিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতিটের পেয়ে মাদক বিক্রেতা কামরুল ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। সংগীয় ফোর্সের সহায়তার তাকে আটক ও ইজিবাইক জব্দ করা হয়।

আটক কামরুল প্রাথমিক জিজ্হাসাবাদে জানায় ফেনসিডিল গুলি সে উপশহরের রেজাউল আমিনের কাছ থেকে ক্রয় করে। আটক কামরুলকে নিয়ে ডিবি পুলিশের টিম উপশহরের রেজাউল আমিনের বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর রেজাউলের স্বীকারোক্তি অনুযায়ি তার বাড়ির টেবিলের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত আরো ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটক কামরুলের বিরুদ্ধে গোপাল গঞ্জের মকসুদপুর থানায় একটি ও রেজাউলের বিরুদ্ধে যশোর কোতয়ালি, ঝিকরগাছা, শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬ মামলা রয়েছে।