যশোরে আলোচিত রওশনারা রশি হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ

যশোরে আলোচিত রওশনারা রোশনি হত্যা মামলার আসামি রিয়াজুল ইসলাম চৌধুরী ওরফে হৃদয় আদালতে আত্মসমর্পণ করেছে। রিয়াজুল যশোর উপ-শহরের ডি ব্লকের বাসিন্দা মাহমুদুর আলম চৌধুরীর ছেলে ও নিহতের আপন বোনের ছেলে। তিনি এসএসসি পরিক্ষার্থী ছিলেন। আদালতের নির্দেশে তাকে পরীক্ষা দেয়ার স্বার্থে অন্তবর্তীকালীন জামিন দিয়েছিলো আদালত। রোববার মামলার ধার্য তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবিরের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে যশোর শহরের আশ্রম মোড়ের দুপুরে রওশনারা রোশনি নামে এক নারী খুন হয়। তিনি সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী । সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে নিশানের বোনের ছেলে হৃদয় নেশার টাকার জন্য রোশনীকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় মামলার পর পিবিআই এর একটি টিম ঢাকা থেকে হৃদয়কে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় রোশনীকে খুন করে লুট করা গহনা।