যশোরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

আজ সোমবার সকালে যশোর শহরতলীর সুলতানপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রামে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে গিয়ে তাসনিম শেখ (২) করুন মৃত্যু হয়েছে। শিশু তাসনিম শেখ সুলতানপুর গ্রামের নাজিম শেখের ছেলে।
সোমবার সকাল ৯ টার দিকে তাসনিমন শেখ বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে সে উঠানের পাশেই একটি পুকুরে পড়ে ডুবে যায়।
পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।