সিলেটে পরিবহন ধর্মঘট শুরুর ৪ ঘণ্টা পর প্রত্যাহার

ফাইল ফটো

সিলেটে জেলা পরিবহন ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে জেলায় শুরু হওয়া পরিবহন ধর্মঘট সকাল ১০টার দিকে প্রত্যাহার করা হয়।

সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তি দাবিতে আগের ঘোষণা অনুযায়ী আজ সকাল ৬টা থেকে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছিল। পরে বাংলাদেশ সড়ক ফেডারেশনের সঙ্গে প্রশাসন যোগাযোগ করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। বাংলাদেশ সড়ক ফেডারেশন পরে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানায়। পরে সকাল ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর সিলেট নগরী থেকে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজনের বিরুদ্ধে ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ছাড়াও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।