যশোরে অনুষ্ঠিত হচ্ছে ৫১ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। রোববার দ্বিতীয় দিনে বিভিন্ন ইভেন্টের খেলা সম্পন্ন হয়েছে। স্থানীয় বাস্কেটবল গ্রাউন্ডে ছেলে ও মেয়ে গ্রুপের ৪ টি খেলা হয়। ছেলে গ্রুপের খেলায় চাঁপা অঞ্চল ৪২-৩২ পয়েন্টের ব্যবধারে পরাজিত করে পদ্মা অঞ্চলকে। অপর খেলায় বকুল অঞ্চল ৯৯-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায় গোলাপ অঞ্চলকে। মেয়েদের গ্রুপের খেলায় চাঁপা অঞ্চল ১৬-৯ পয়েন্টের ব্যবধানে হারায় পদ্মা অঞ্চলকে।
অপর খেলায় বকুল অঞ্চল ৫৫-৩৮ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে গোলাপ অঞ্চলকে। নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাইন্ডে অনুষ্ঠিত ছাত্র গ্রুপের খেলায় পদ্মা অঞ্চল ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে চাঁপা অঞ্চলকে। অপর খেলায় বকুল অঞ্চল সরাসরি ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে গোলাপ অঞ্চলকে। ছাত্রী গ্রুপের খেলায় বকুল অঞ্চল সরাসরি ২-০ সেটের ব্যবধানে হারায় চাঁপা অঞ্চলকে। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত ছাত্র ক্রিকেট বকুল অঞ্চল ৫ রানের ব্যবধানে পরাজিত করে গোলাপ অঞ্চলকে। অপর খেলায় পদ্মা অঞ্চল ৭০ রানের বড় ব্যবধানে হারায় চাঁপা অঞ্চলকে। হামিদপুর শামস-উল-হুদা একাডেমির মাঠে অনুষ্ঠিত ছাত্রী ক্রিকেটে গোলাপ অঞ্চল ৪৫ রানের ব্যবধানে হারায় বকুল অঞ্চলকে। অপর খেলায় পদ্মা অঞ্চল ১২৪ রানের বিশাল ব্যবধানে হারায় চাঁপা অঞ্চলকে।
ছাত্রী হকিতে পদ্মা অঞ্চল ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে বকুল অঞ্চলকে। অপর খেলা গোলশুন্য ড্র হয়। এ খেলায় অংশ নেয় গোলাপ ও চাঁপা অঞ্চল। ছাত্র হকিতে পদ্মা অঞ্চল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বকুল অঞ্চলকে। অপর খেলায় চাঁপা অঞ্চল ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে গোলাপ অঞ্চলকে। জিমনেসিয়ামে অনুষ্ঠিত টেবিল টেনিস ছাত্রী এককে গোলাপ অঞ্চল ৩-০ সেটে পরাজিত করে পদ্মা অঞ্চলকে। দ্বৈতে বকুল অঞ্চল ওয়াক ওভার পেয়ে জয়ী। দ্বৈতে অপর খেলায় গোলাপ অঞ্চল ৩-২ সেটে পরাজিত করে চাঁপা অঞ্চলকে।অপর খেলায় ছাত্রী এককে বকুল অঞ্চল ৩-০ সেটে পরাজিত করে চাঁপা অঞ্চলকে। ছাত্র এককে গোলাপ অঞ্চল ৩-১ সেটে পরাজিত করে পদ্মা অঞ্চলকে। অপর এককে বকুল অঞ্চল ৩-০ সেটে হারায় চাঁপা অঞ্চলকে।
দ্বৈতে বকুল অঞ্চল ৩-১ সেটের ব্যবধানে পরাজিত করে পদ্মা অঞ্চলকে। অপর দ্বৈতে গোলাপ অঞ্চল ৩-২ সেটের ব্যবধানে পরাজিত করে চাঁপা অঞ্চলকে। ব্যাডমিন্টন ছাত্র এককে পদ্মা অঞ্চল ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে গোলাপ অঞ্চলকে। অপর ছাত্র এককে চাঁপা অঞ্চল ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে বকুল অঞ্চলকে। দ্বৈতে বকুল অঞ্চল সরাসরি ২-০ সেটে হারায় পদ্মা অঞ্চলকে। অপর ছাত্র দ্বৈতে গোলাপ অঞ্চল ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে চাঁপা অঞ্চলকে।
ছাত্রী এককে চাঁপা অঞ্চল সরাসরি ২-০ সেটে হারায় বকুল অঞ্চলকে। অপর ছাত্রী এককে গোলাপ অঞ্চল সরাসরি ২-০ সেটে হারায় পদ্মা অঞ্চলকে। দ্বৈতে গোলাপ অঞ্চল সরাসরি ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে চাঁপা অঞ্চলকে। অপর ছাত্রী দ্বৈতে বকুল অঞ্চল সরাসরি ২-০ সেটে হারায় পদ্মা অঞ্চলকে। এছাড়া বিভিন্ন ইভেন্টে এথলেটিকস প্রতিযোগিতা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।#