যশোরে পরিত্যক্ত অকেজো ৫৫০ রাউন্ড গুলি উদ্ধার

যশোর চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের একটি মেহেগুনী বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ‘ব্যবহারের অযোগ্য’ ৫শ’ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফুলসারা ইউপির সৈয়দপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে পুরাতন জংধরা টিনের বাক্স থেকে উদ্ধার করা হয়।

চৌগাছা থানা সুত্রে জানা যায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সৈয়দপুর গ্রামের জনৈক ইউনুস আলীর মেহগনি বাগানে ডিপ টিউবওয়েল বসানোর জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। মাটি খোঁড়ার এক পর্যায়ে সন্ধ্যায় একটি জংধরা টিনের বাক্স পায় তারা। সেটি উদ্ধারের পর শ্রমিক ও জমির মালিক বিষয়টি সৈয়দপুর গ্রামের ইউপি সদস্য কবির হোসেনকে জানান।

কবির হোসেন বিষয়টি থানা পুলিশকে জানালে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে উপস্থিত জনসাধারণের সামনে বাক্সটি খুলে রাইফেলের পুরাতন অকেজো ৫শ’ ৫০ রাউন্ড (যার ওজন ১০ কেজি ৫০০ গ্রাম) উদ্ধার করে হেফাজতে নেয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ সাংবাদিকদের বলেন, অকেজো ৫শ’ ৫০ টি গুলি জব্দ করা হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।