যশোরে গাঁজা বেচাকেনার সময় বিক্রেতা গ্রেফতার

গাঁজা বেচাকেনার সময় জুম্মান শেখ নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের মণিহার সিনেমা হলের দক্ষিণ পাশে জুম্মান শেখ এর শরীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা ১শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা গোপন সূত্রে খবর পান শহরের মণিহার সিনেমা হলের দক্ষিণ পাশের্^ মণিহার মোড়ে এক ব্যক্তি কাছে গাঁজা রেখে বেচাকেনা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা জুম্মান শেখকে গ্রেফতা করে। পরে তার দখলে থাকা গাঁজা উদ্ধার করে। শুক্রবার সকালে কোতয়ালি পুলিশ গ্রেফতারকৃত গাঁজা বিক্রেতাকে আদালতে সোপর্দ করে।