২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামানকে খুলনা স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে যোগদান করবেন খুলনা স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ হারুন অর রশিদ।
২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক আদেশে আক্তারুজ্জামানকে বদলি করা হয়। একই দিনে আদেশ হাতে পান খুলনা স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ হারুন অর রশিদ। ডাঃ মোঃ হরুন অর রশিদ জানান ২৩ ফেব্রুয়ারি ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে যোগদানের আদেশ হাতে পান। এর আগে ডাঃ মোঃ হারুন অর রশিদ দীর্ঘদিন যশোরে ডেপুটি সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।
২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামান সফলতার সাথে যশোরে দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্বে থাকাকালে যশোর জেনারেল হাসাপাতালে রাজস্ব আদায় দ্বিগুন ও চিকিৎসার মান বৃদ্ধি পায়। একই সাথে দুর্নীতি হ্রাসপায়। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিরা আতংকে দিন কাটাত। হঠাৎ করেই তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামানকে বদলি করায় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিরা উল্লাস প্রকাশ করছে।