যশোরে যাত্রীবেশে চালককে বোকা বানিয়ে ইজিবাইক নিয়ে লাপাত্তা

কোতয়ালি মডেল থানা, যশোর

কৌশলে ইজিবাইক ভাড়া নিয়ে চালককে ভুল বুঝিয়ে ২লাখ ২০ হাজার টাকা মূল্যের ইজিবাইক প্রকাশ্যে নিয়ে পালিয়েছে এক প্রতারক। এ ঘটনায় ইজিবাইক মালিক সদর উপজেলার ওসমান পুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদ রানা শনিবার ১ এপ্রিল দুপুরে কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি ডিউটি অফিসার থানার এসআই মিহির মন্ডলের নামে দিয়েছেন বলে জানাগেছে। পরে বিষয়টি পুলিশ পরিদর্শক তদন্ত এ,কে,এম সফিকুল আলম চৌধুরীর কাছে অভিযোগকারী মাসুদ খুলে বললে পুলিশ পরিদর্শক তদন্ত এসআই মিহির মন্ডলকে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোয়া যাওয়া ইজিবাইক উদ্ধার করতে পারেনি পুলিশ।

অভিযোগে মাসুদ রানা উল্লেখ করেন, তার একটি ২লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ইজিবাইক সদর উপজেলার ডুমদিয়া গ্রামের জাকিরের ছেলে সাইফুল ইসলাম চালাতো। আজ শনিবার ১ এপ্রিল চালক সাইফুল ইসলাম ইজিবাইক নিয়ে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা ১জন আসামী ইজিবাইক ভাড়া করে দুপুর অনুমান ১ টায় ঘোপ সেন্ট্রাল রোড মসজিদের সামনে পাকা রাস্তার উপর পৌছায়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ইজিবাইক থেকে নেমে বাড়ির মধ্যে যায়।

উক্ত বাড়ি হতে একজন এসে পালবাড়ী যাওয়ার কথা বলে ২০গজ সামনে যেয়ে যাত্রীবেশে প্রতারক ইজিবাইক থামাতে বললে সাইফুল ইসলাম ইজিবাইক থামায়। ইজিবাইক চালক সাইফুল ইসলামকে যাত্রী বেশে প্রতারক চোর ভাড়া করে আসা ওই লোকটিকে ডেকে আনার জন্য বললে চালক সাইফুল ইসলাম উক্ত বাড়িতে যেয়ে দেখেন বাড়ির গেটে তালা লাগানো। তৎক্ষনিক ইজিবাইকের কাছে এসে দেখেন যাত্রীসহ ইজিবাইক নেই। সাইফুল ইসলাম ইজিবাইক মালিক মাসুদ রানাকে বিষয়টি জানায়। মাসুদ রানা দ্রুত ঘটনাস্থলে ইজিবাইক চালক সাইফুল ইসলামকে নিয়ে আসে। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ইজিবাইক না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।