যশোর জেনারেল হাসপাতাল থেকে ইজিবাইক চুরি

২৫০ জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে ইজিবাইক চুরি করে পালাবার কালে লোকজনের সহায়তায় সুমন আলী (৩০) নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ইজিবাইক চালক সদর উপজেলার বিরামপুর কালীতলার জামাল আকুঞ্জির ছেলে হাসিব আকন রোববার ২ এপ্রিল রাতে কোতয়ালি থানায় মামলা করেছে। মামলায় আসামী করা হয়েছে,গণধোলাইয়ের শিকার সদর উপজেলার শেখহাটি মোল্যাপাড়ার আলী হোসেনের ছেলে সুমন আলী। সোমবার ৩ এপ্রিল চোর সুমন আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় হাসিব আকন উল্লেখ করেন,বাদি নিজে ইজিবাইক চালক। শহরের বারান্দীপাড়া কবরস্থানের কাছে আহম্মদ আলীর ছেলে পিন্টুর নিকট হতে ইজিবাইক ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় ২ এপ্রিল রোববার দুপুর ১ টায় ইজিবাইক ভাড়া নিয়ে চালানোর জন্য দুপুর ২ টায় বাদি উক্ত ইজিবাইকটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে প্রশাসনিক ভবনের পাশে রেখে যাত্রী খোজার জন্য প্রশাসনিক ভবনের গেটে যায়। যাত্রী খোঁজার এক পর্যায় দুপুর ২ টা বেজে ১০ মিনিটে বাদি দেখতে পান ইজিবাইক চোর সুমন আলী ইজিবাইক চুরি করে নিয়ে যাচ্ছে। বাদি দেখে চোর চোর বলে ডাক চিৎকার করলে হাসপাতাল এলাকায় থাকা জনগন ইজিবাইকের গতিরোধ করে। চোর সুমন আলীকে আটক করে ।

পরে ইজিবাকের চালক হাসিব আকনের কাছে শুনে চোর সুমন আলীকে গণধোলাই দেয়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ইজিবাইক চোর সুমন আলীকে হেফাজতে গ্রহন করেন।