অভয়নগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মইনুর জহুর মুকুল।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর নওয়াপাড়া শাখার ডিজিএম আব্দুল্লা আল মামুনসহ ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও সরকারি দপ্তরের কম’কর্তাগণ উপস্থিত ছিলেন।