যশোরে ইয়াবা বেচাকেনার অভিযোগে তিনজন গ্রেফতার

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশ আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় একজন পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,খুলনা জেলার রুপসা থানার শিয়ালী (বাজারের পাশে) বর্তমানে যশোর শহরের গাড়ীখানা তেল পাম্পের সামনে সিদ্দিক ফারাজীর ছেলে আনোয়ার হোসেন ফারাজী,যশোর শহরের সিটি কলেজপাড়া (মমিন এর বাড়ির পাশে) আব্দুল বারেক এর ছেলে শুকুর আলী ও সদর উপজেলার হাশিমপুর মাঠপাড়ার মহাসিন আলীর ছেলে শাওন হোসেন। এ সময় সজল হোসেন দৌড়ে পালিয়ে গেছে।

সদর পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার ২ জুন বিকেলে শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা নামক মোড়ে নাহার ভিলা নামক দ্বিতল বিশিষ্ট ভবনের সামনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বেচাকেনার সময় শুকুর আলীকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী সজল হোসেন দৌড়ে পালিয়ে যায়। শুকুর আলীর দখল হতে ১৫পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,তালবাড়িয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ওই ক্যাম্পের এক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ২ জুন হাশিমপুর জনৈক নূর ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াবা বেচাকেনার অভিযোগে শাওন হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১০পিস ইয়াব ট্যাবলেট উদ্ধার দেখায়। এছাড়া,কোতয়ালি থানার এক এসআই জানান,শুক্রবার ২ জুন রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের ষষ্টিতলা প্রাইভেট স্ট্যান্ড পাখি পট্টি তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ফারাজীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার দেখায়। গ্রেফতারকৃতদের শনিবার ৩ জুন দুপুরে আদালতে সোপর্দ করে।